আলুর বাজার স্থিতিশীল রাখতে রপ্তানিই একমাত্র উপায়: বাণিজ্য উপদেষ্টা
Published :
Updated :
আলুর বাজার স্থিতিশীল রাখতে রপ্তানিই একমাত্র কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি জানান, আলুর দাম নিয়ে মন্ত্রিসভায় একাধিকবার আলোচনা হয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে আলু কেনা ও বিক্রি শুরুর পাশাপাশি রপ্তানির দিকেও জোর দেওয়া হচ্ছে। রপ্তানিতে প্রণোদনা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “টিসিবি আলু কেনা শুরু করেছে, তবে সেটি যথেষ্ট নয়। কৃষক যেন ন্যায্য মূল্য পায়, সেই দিকটি বিবেচনা করেই আমরা রপ্তানির দিকে নজর দিচ্ছি। আলু নিয়ে কোনো সিন্ডিকেট থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে দুপুর পৌনে ১টায় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বহনকারী হেলিকপ্টার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে