Bangla
5 days ago

আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

Published :

Updated :

নিরাপত্তার স্বার্থে নিজের কাছে লাইসেন্স করা বৈধ অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রবিবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বে যারা আছেন, তাদের বিরুদ্ধে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে—এমন বাস্তবতায় অস্ত্র রাখা স্বাভাবিক বিষয়।

তিনি জানান, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে মরক্কোর উদ্দেশে রওনা হওয়ার সময় ভুলবশত একটি ম্যাগাজিন (গুলি রাখার খালি বাক্স) সঙ্গে ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পর সেটি প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন তিনি। বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করেন সজীব।

পোস্টে তিনি বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর কোনো সংবাদ সরাতে কারো ওপর চাপ প্রয়োগ করেননি। বরং ফ্লাইটে থাকায় দীর্ঘ সময় ধরে অনলাইনে যুক্ত ছিলেন না। শেষদিকে তিনি লেখেন, নাগরিক হিসেবে যদি কারো নিরাপত্তা ঝুঁকি থাকে, সে-ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রের লাইসেন্স নিতে পারে।

Share this news