Published :
Updated :
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, সম্প্রতি তারা জানতে পেরেছেন যে দুটি প্রতিষ্ঠান থেকে এনআইডি সংক্রান্ত তথ্য ফাঁস হচ্ছে।
তিনি বলেন, এই দুই প্রতিষ্ঠান হলো আনসার ভিডিপি এবং ব্র্যাক ব্যাংক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার (৭ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যাওয়ায় এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ডাটা যাতে সবার জন্য নিরাপদ থাকে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রমাণও পাওয়া গেছে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।