Bangla
3 days ago

আন্তর্জাতিক বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

Published :

Updated :

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

আজ সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনাকে আদালতে হাজির করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আদালতের নির্দেশ মেনে আমরা অবশ্যই কাজ করবো। তবে মনে রাখতে হবে, আদালতের নির্দেশ দেশের ভেতরে কার্যকর। দেশের বাইরে এই নির্দেশ কার্যকর করতে হলে আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপ নিতে হয়, এবং সেই সুযোগ আমাদের রয়েছে।”

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এই প্রক্রিয়ায় উভয় দেশের সম্মতি প্রয়োজন। যদি উভয় পক্ষ সম্মত হয়, তাহলে বিষয়টি সম্ভব।”

ভারত থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, “আমরা ভারতকে বারবার বলেছি যেন তারা এ ধরনের প্রচারণায় কাউকে প্রশ্রয় না দেয়। যদিও আমরা ব্যক্তিবিশেষ করে বলি না, তবে সাধারণভাবে বলে থাকি—যারা আমাদের সরকারের বিরুদ্ধে বা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তাদের যেন সমর্থন না দেওয়া হয়।”

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ (পুশ ইন) নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “ভারত থেকে যাদের পাঠানো হচ্ছে, তারা ভারতের দেওয়া তালিকায় রয়েছে কি না, সেটা যাচাই করতে হবে। না দেখে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি একসঙ্গে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ভারত যদি কারও নাম দেয়, সেটার ভিত্তিতে সঙ্গে সঙ্গে নিশ্চিত হওয়া কঠিন, কারণ অনেক নাম এক বা একই রকম হতে পারে। আমাদের আগে নিশ্চিত হতে হবে তিনি বাংলাদেশের নাগরিক কি না।”

Share this news