আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটির গৌরবময় সাফল্য
Published :
Updated :
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর আন্তর্জাতিক পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটি গৌরবের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। ১০৪টি দেশের রেকর্ডসংখ্যক ৮০৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এটি ছিল প্রতিযোগিতার ৬৬ বছরের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন। এর আগে, বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে রেকর্ডসংখ্যক ৪৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়। দারুণ আইনি দক্ষতা প্রদর্শন করে জাতীয় পর্বে রানার-আপ ট্রফি অর্জন করে দলটি।
এই অসাধারণ সাফল্যের পাশাপাশি, ইস্টার্ন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী প্রিলিমিনারি রাউন্ডে ৮৮ জন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করে ‘বেস্ট মুটার’ সম্মাননা লাভ করে।
ইস্টার্ন ইউনিভার্সিটির আরেকটি দল এই প্রথমবারের মতো মনরো ই. প্রাইস মিডিয়া ল’ ইন্টারন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৪-২৫-এর আন্তর্জাতিক পর্বে কোয়ালিফাই করেছে। উল্লেখযোগ্যভাবে, ইস্টার্ন ইউনিভার্সিটি এই বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয়। এর আগে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করেছিল।
এই সাফল্য উদযাপনে, ১৬ মে ২০২৫, শুক্রবার ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় আন্তর্জাতিক সাফল্যের জন্য আইন বিভাগের শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। একইসাথে, ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ৫ম ইন্ট্রা-ডিপার্টমেন্ট মুট কোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের আইনি পেশায় দক্ষতা অর্জনের জন্য মুটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। বিচারপতি চৌধুরী জেসাপ, হেনরি ডুনান্ট, মনরো ই. প্রাইস (অক্সফোর্ড), ও স্টেটসন আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটির ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গর্বিত উপস্থিতির জন্য প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. সামসুল হুদা বলেন, এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের আইনজীবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ইন্ট্রা-ডিপার্টমেন্ট মুট কোর্ট প্রতিযোগিতাকে শিক্ষার্থীদের আইনি দক্ষতা বিকাশের প্রথম ধাপ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতের জন্য সবার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ড. খালেদ হামিদ চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মান বজায় রাখার আহ্বান জানান। উদ্বোধনী বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ এবং আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং সফলতার জন্য তিনি আন্তরিক প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জনাব এ. বি. এম. ইমদাদুল হক খান এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও মুট কোর্ট সোসাইটির কো-অর্ডিনেটর ওমর ফারুক তামীম।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত “বিশ্বকাপ মুট” হিসেবে খ্যাত ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন আইন বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরী আবির ও সাকিব খন্দকার। অন্যদিকে, মনরো ই. প্রাইস মিডিয়া ল’ ইন্টারন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন রাইসা চৌধুরী ও রিয়াসাত আজিম।
২০২৫ সালের জেসাপ প্রতিযোগিতার লিখিত যুক্তি (মেমোরিয়াল) বিভাগে ইস্টার্ন ইউনিভার্সিটি আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছে। তাদের লিখিত সাবমিশন বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড (যুক্তরাজ্য), ইউনিভার্সিটি অফ শিকাগো (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অফ টরন্টো (কানাডা), নিউ ইয়র্ক ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অফ গ্লাসগো (যুক্তরাজ্য), ইউনিভার্সিটি অফ অসলো (নরওয়ে) এবং এই বছরের জেসাপ কাপের রানার-আপ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিয়েভ মোহিলা একাডেমি (ইউক্রেন)-এর চেয়েও উচ্চ অবস্থানে থেকে ৭৪তম স্থান অর্জন করে।
এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বটি ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হায়াত রেজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি এই পর্বে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড (যুক্তরাজ্য), তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ল (উজবেকিস্তান) সহ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে আইনি যুক্তির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।
২০০৮ সালে প্রতিষ্ঠিত মনরো ই. প্রাইস মিডিয়া ল’ মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বের অন্যতম সম্মানজনক মুটিং প্রতিযোগিতা। এতে ইস্টার্ন ইউনিভার্সিটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোনাভেরো ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের অধীনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। আঞ্চলিক পর্বটি আয়োজিত হয় ভারতের ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি (NLU), দিল্লির উদ্যোগে এবং সেন্টার ফর কমিউনিকেশন গভর্ন্যান্স (NLU দিল্লি) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়।