Bangla
5 days ago

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

Published :

Updated :

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) গ্রেপ্তারকৃত ৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি প্রার্থনা করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানি চলে এবং এরপর আদালত বুধবার (৩০ জুলাই) পর্যন্ত শুনানি মুলতবি করেন।

পলাতক থাকা ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করবেন।

এর আগে, সোমবার (২৮ জুলাই) মামলায় প্রসিকিউশন শুনানি শেষ করে ৩০ আসামির বিচার শুরু করার আবেদন করেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে।

গত ৩০ জুন প্রসিকিউশন মামলাযর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল-২ তা গ্রহণ করেন।

Share this news