Published :
Updated :
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৮ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানির সময় তৌফিক-ই-ইলাহীর আইনজীবী আজিজুর রহমান বলেন, তারা এখনো মামলার অভিযোগের কপি পাননি। তাই আসামির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তারা জানেন না। পাশাপাশি তিনি ৭০ বছরের বেশি বয়সী এবং বিভিন্ন রোগে আক্রান্ত, ফলে জামিন প্রয়োজন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় ‘কমান্ড রেসপনসিবিলিটি’ও তার ওপর বর্তায়। তিনি আরও বলেন, এ ধরনের মামলার অনেক আসামি পালিয়ে গেছেন। জামিন পেলে তিনিও আত্মগোপনে যেতে পারেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল জানায়, চিকিৎসা নথি অনুযায়ী তৌফিক-ই-ইলাহীর জীবন হুমকির মুখে এমন কোনো পরিস্থিতি নেই। বয়স বিবেচনায় তিনি সুস্থ আছেন। তাই, অভিযোগের বিস্তারিত জানা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।