Bangla
3 days ago
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক পদে আনসার উদ্দিন খান
Published :
Updated :
সরকার সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী, আনসার উদ্দিন খান পাঠানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ কার্যকর হওয়ার আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকলে তা ত্যাগ করতে হবে। উল্লেখ্য, আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার পদ থেকে অবসরে যান।