Bangla
2 days ago

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’ নামের নতুন জোটের আত্মপ্রকাশ

Published :

Updated :

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গঠিত ‘জুলাই ঐক্য’ নামের একটি নতুন জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ৬ মে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এই জোটে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনসহ মোট ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে।

জোটের দাবি, আওয়ামী লীগ গণহত্যায় জড়িত এবং এখনো তারা রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছে, যা শহীদদের প্রতি অবমাননা। তাই দল হিসেবে তাদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

পরবর্তী কর্মসূচি হিসেবে ৭ মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। 

Share this news