Bangla
3 days ago

আরাকান আর্মি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা

Published :

Updated :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে এবং তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে এখানেই বসবাস করছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে সম্প্রতি যেভাবে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, বাস্তবতা ততটা জটিল নয়। অনেক সময় টিকটকে নানা ধরনের ভিডিও তৈরি হয়, তাই সব কিছুই যে পুরোপুরি সত্য তা যেমন নয়, তেমনি সবটাই মিথ্যাও বলা যাবে না। বিষয়টি ভারসাম্যের সঙ্গে মূল্যায়ন করতে হবে।

আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত একটি বন্ধ সভা (ক্লোজডোর মিটিং) শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আরাকান সীমান্ত একটি জটিল অঞ্চল। যদিও বাংলাদেশ মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে, কিন্তু ওই সীমান্ত বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে গেলে একদিকে মিয়ানমার সরকারকে কর দিতে হয়, অন্যদিকে আরাকান আর্মিও অর্থ আদায় করছে। এটাই মূল সমস্যা, যা সবাইকে বুঝতে হবে। তবে এ সমস্যার সমাধানে কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

চট্টগ্রামের রাউজানে সম্প্রতি বেড়ে যাওয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া এবং সাতকানিয়া অঞ্চল পাহাড় ও সমতলের মিশ্র এলাকা হওয়ায় এখানকার সমস্যা অন্যান্য জায়গার তুলনায় আলাদা। অনেক অপরাধী অপরাধ ঘটিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তবে কেউ যদি প্রকাশ্যে এমন অপরাধ করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যৌথবাহিনীর কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা আসেনি। বরং জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

Share this news