Bangla
8 months ago

আসছে বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়ের সীমা

Published :

Updated :

চলমান উচ্চ মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করতে আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

বর্তমানে বার্ষিক আয়ের সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হলেও নতুন বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কর কর্মকর্তাদের সূত্র বলছে, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় তাঁদের করের বোঝা কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এটাই হবে বর্তমান সরকারের অধীনে দেওয়া প্রথম বাজেট। বাজেটে করহার পুনর্বিন্যাসের কথাও বিবেচনায় রয়েছে। করমুক্ত আয়ের সীমা অতিক্রমের পর প্রথম এক লাখ টাকায় বর্তমানে ৫ শতাংশ কর আরোপ করা হয়। এই স্তরের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে, যদিও করহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। বর্তমানে করহার পাঁচটি স্তরে—৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ।

Share this news