Bangla
4 days ago

আশুরা উপলক্ষে চট্টগ্রামে সিএমপির বিশেষ প্রস্তুতি

Published :

Updated :

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে তাজিয়া মিছিলকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে সোমবার (৩০ জুন) সিএমপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, মিছিল আয়োজক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

সভায় জানানো হয়, এ বছর চট্টগ্রাম নগরীতে সাতটি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলে যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময়ের মধ্যে (দিনের বেলায়) শেষ হয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিছিলে কোনো ধরনের অস্ত্র, আতশবাজি বা পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মিছিলে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানায় পুলিশ।

সিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে আশুরা পালনের জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

Share this news