আওয়ামী লীগ নিষিদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না: প্রেস সচিব
Published :
Updated :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হবে বলে তারা আশা করে না।
রোববার (১১ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি খুনি, গণতন্ত্রবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দল হিসেবে পরিচিত। তাই গণতান্ত্রিক বিশ্বের কোনো দেশ তাদের পক্ষে অবস্থান নেবে বলে আমরা মনে করি না। সে কারণেই আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া প্রত্যাশা করছি না।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী কোনো শোক বা উদ্বেগ দেখা দেবে বলে মনে হয় না।”
এর আগে, শনিবার রাতে সরকার এক ঘোষণায় জানায় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম—সাইবার স্পেসসহ—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। তিনি জানান, এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।
প্রেস সচিব আরও বলেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও মানবতাবিরোধী অপরাধ বা জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ রয়েছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের এক প্রতিবেদনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত বলে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।