Published :
Updated :
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থনে আহতরা। রোববার (১১ মে) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়ার দাবিও জানান তারা।
আহতরা বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনও দলটি নিষিদ্ধ না করে উদাসীনতা দেখাচ্ছে।
আজকের কর্মসূচিতে ২০ জন আহত অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা ও যানজট দেখা গেছে।
এর আগে, ৯ মে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করে বিক্ষোভকারীরা। পরদিনও শাহবাগে অবস্থান নেয় তারা। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি সংগঠনও এ কর্মসূচিতে অংশ নেয়।