Bangla
7 months ago

আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত গেজেট পাওয়ার পর: সিইসি

Published :

Updated :

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত কোনো সরকারি গেজেট বা প্রজ্ঞাপন নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

রোববার (১১ মে) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সিইসি বলেন, "সরকারি সিদ্ধান্ত হাতে পেলে সে অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এ বিষয়ে সোমবার (১২ মে) একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।"

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি রিপোর্টের ভিত্তিতে কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না।

এর আগে, শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত, দলটির সব কার্যক্রম—সাইবার স্পেসসহ—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "জুলাই আন্দোলনের নেতাকর্মী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

Share this news