Bangla
2 days ago

আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধে বিটিআরসিকে চিঠি

Published :

Updated :

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

আজ বুধবার (১৪ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে, এবং এই নিষেধাজ্ঞার আওতায় সাইবার বা অনলাইন কার্যক্রমও অন্তর্ভুক্ত। সে কারণে পরবর্তী পদক্ষেপ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের উপস্থিতি বন্ধে বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ। সচিব আরও জানান, বিটিআরসি ফেসবুকের মূল কোম্পানি মেটা, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি পাঠাবে, এবং তারা তাদের নিজ নিজ নীতিমালা অনুযায়ী বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেবে।

এদিকে, সরকারের নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারীরা জানিয়েছে, তারা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেন আওয়ামী লীগ অনলাইনে প্রচার চালাতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এর আগে, ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠন কোনো ধরনের প্রকাশনা, মিডিয়া প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা বা সম্মেলনের আয়োজন করতে পারবে না। এই সিদ্ধান্ত সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করেছে।
 

Share this news