Bangla
4 days ago

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও চূড়ান্ত নিষিদ্ধকরণও জরুরি: মির্জা ফখরুল

Published :

Updated :

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। রোববার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা আনন্দিত, বিলম্বে হলেও সরকারের এই পদক্ষেপ গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।" 

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত ও সুষ্ঠুভাবে বিচারের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, "গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পত্রে আমরা আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানিয়েছিলাম। ১৬ এপ্রিল সর্বশেষ সাক্ষাতে একই দাবি পুনর্ব্যক্ত করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আমাদের দাবি, শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, দলটির নিবন্ধন বাতিল ও চূড়ান্ত নিষিদ্ধকরণও জরুরি।" 

এসময় দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। 

গত সপ্তাহে আওয়ামী লীগ নিষিদ্ধসহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)।

জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত জামায়াতে ইসলামি, ইসলামি আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য দলগুলো এনসিপির দাবির প্রতি সমর্থন জানায়। 

বিক্ষোভ চলাকালীন, শনিবার সরকার জাতীয় নিরাপত্তার কারণে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে।

Share this news