Bangla
8 months ago

আওয়ামী লীগের নিষিদ্ধে সন্তুষ্ট, জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি গণঅধিকার পরিষদের

Published :

Updated :

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। রোববার (১১ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন সভাপতি নুরুল হক নুর।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ জরুরি।

গণঅধিকার পরিষদ মনে করে, শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে এই প্রচেষ্টা অসম্পূর্ণ থাকবে। দলটি আশা করে, নির্বাচন কমিশন বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন করবে।

এ ছাড়া, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে তারা দ্রুত বিচার সম্পন্নে পাঁচটির বেশি ট্রাইব্যুনাল গঠনের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও দূরত্ব কমাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানায়।

Share this news