Bangla
a day ago

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

Published :

Updated :

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি লিউ চিন টং।

মঙ্গলবার (৬ মে) মালয়েশিয়ার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ও সম্ভাব্য চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আলোচনায় সার, রাবার, হালাল শিল্প, সেমিকন্ডাক্টর, ফিনটেক ও কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং সফর সফল করতে হাইকমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Share this news