Bangla
a month ago

বাংলাদেশ পুলিশের নতুন লোগো চূড়ান্ত

Published :

Updated :

বাংলাদেশ পুলিশের নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। নতুন লোগোতে জায়গা পেয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে ‘পুলিশ’ শব্দটি লেখা আছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো অনুমোদন পেয়েছে এবং এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। প্রজ্ঞাপন জারির পর তা দেশের সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে।  

Share this news