Published :
Updated :
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (২৫ মে) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালদ্বীপকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে উচ্চমানের নির্মাণ সামগ্রী যেমন—প্লাইউড, পাইপ, টাইলস এবং উন্নতমানের গ্লাস উৎপাদন করছে, যা মালদ্বীপ তাদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করতে পারে।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ দুই দেশের অর্থনীতির জন্য উপকারী হবে। এসময় তিনি দক্ষ জনবল তৈরিতে মালদ্বীপের প্রশিক্ষণ সহায়তার ওপর গুরুত্ব দেন এবং মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমানোর অনুরোধ জানান।
মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হলে তা দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।