বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

Published :
Updated :

ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য দেশটির আন্ডার সেক্রেটারি অফ স্টেট (আন্তর্জাতিক বাণিজ্য) জার্নো সিরজালাকে অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জার্নো সিরজালা সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অনুরোধ করেন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন উপদেষ্টা। এরপর তিনি বলেন, বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। এছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন।
এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে আন্ডার সেক্রেটারি অফ স্টেট বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশি অভিবাসী রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী; যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি কোনো দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন।
এ বিষয়ে একমত পোষণ করে জার্নো সিরজালা বিষয়টি তার দেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.