বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস স্থাপনে প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
Published :
Updated :
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর একটি মিশন শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো বিষয়টি খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়া এখনো খসড়া পর্যায়ে আছে। দুই পক্ষের খসড়া চুক্তি চূড়ান্ত হলে এবং কোনো শব্দ পরিবর্তনের প্রয়োজন না থাকলে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। তখন বিস্তারিত জানানো যাবে। এর আগে খসড়া নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।
তিনি আরও জানান, সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় জাতিসংঘের এই দপ্তর স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
এ সময়, জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারীর নাম প্রস্তাব করা হয়েছে কিনা — জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এখনো এগ্রিমো (রাজনৈতিক সম্মতি) দেওয়া হয়নি। প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, বর্তমানে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন গোয়েন লুইস।