Bangla
2 days ago

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার

Published :

Updated :

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের গড় আয় বা মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৮২০ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ মাথাপিছু আয় বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার বা প্রায় ৩৫ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৩৮ ডলার।

এর আগে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার, যা ছিল সে সময় পর্যন্ত সর্বোচ্চ। তবে পরের বছর কিছুটা কমে ২,৭৪৯ ডলারে নেমে আসে। নতুন এই রেকর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক দিক নির্দেশ করে।

Share this news