Bangla
2 days ago

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Published :

Updated :

স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের সেবা চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংক কর্তৃপক্ষ ফোনে তাকে বিষয়টি জানায় এবং পরদিন সকালে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করে।

প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করছে—‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। প্রথমটির মাসিক খরচ ৬,০০০ টাকা এবং দ্বিতীয়টির ৪,২০০ টাকা।

তবে যন্ত্রপাতি ও সংযোগ স্থাপনের জন্য এককালীন ৪৭,০০০ টাকা খরচ করতে হবে। ফয়েজ আহমদ জানান, এই সেবায় কোনো গতিসীমা বা ডেটা লিমিট নেই, ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, আজ থেকেই দেশের গ্রাহকরা স্টারলিংক সেবা অর্ডার করতে পারবেন। এতে ৯০ দিনের মধ্যে সেবা চালুর যে প্রত্যাশা প্রধান উপদেষ্টা করেছিলেন, সেটি বাস্তবে রূপ পেল।

ফয়েজ আহমদ জানান, খরচ তুলনামূলক বেশি হলেও স্টারলিংক দেশের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেটের একটি টেকসই ও কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেসব স্থানে এই সেবা ব্যবসা সম্প্রসারণ এবং সংযুক্ততার নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি আশা প্রকাশ করেন, এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা সারা বছর নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেয়ে উপকৃত হবেন।

Share this news