Bangla
3 days ago

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Published :

Updated :

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার কথা দিয়েছে চীন। আজ বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

ভারত ও পাকিস্তানের চলমান সংঘাত সম্পর্কে রাষ্ট্রদূত জানান, এমন পরিস্থিতিতে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 
 
এসময় তিনি আরও জানান, তারা মনে করে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে পারবে। 

Share this news