Bangla
8 months ago

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

Published :

Updated :

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারত সরকার ও কায়েমী স্বার্থবাদী মিডিয়া নানা ধরনের উসকানি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা চরম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। ভারত সরকার জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দেশবাসীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদেরই প্রচ্ছন্ন সহযোগিতায় উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও স্বার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই প্রকাশ আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। পিন্ডির গোলামীর জিঞ্জির আমরা ছিন্ন করেছি। আমাদের আর কেউ গোলাম বানাতে পারবে না। ভারতের শাসকগোষ্ঠীকে আমরা বলি, বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার দিন শেষ হয়ে গেছে। সেই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে তাদের সঙ্গে কাজ করার প্রস্তুতি গ্রহণ করুন।

Share this news