Published :
Updated :
বাংলাদেশকে দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য ৫৫ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৬৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৬০ টাকা ধরে)।
আজ রোববার (২৫ মে) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর মিস গেয়েল এইচ. মার্টিন চুক্তিতে সই করেন।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম শহরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য ২৮ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছে। এই অর্থে চট্টগ্রামের বাড়তে থাকা জনসংখ্যার জন্য নিরাপদ ও উন্নতমানের পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে নগরবাসীর স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে, দুর্যোগ প্রস্তুতি এবং পুনরুদ্ধার সক্ষমতা বাড়ানোর জন্য আরেকটি প্রকল্পে ২৭ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় হবে।
বিশ্বব্যাংকের মতে, এ প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা ও দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সহায়ক হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।