Published :
Updated :
ঈদুল ফিতরের উপলক্ষে সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং শেষ জামাত হবে সকাল ১০:৪৫টায়।
প্রথম জামাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, দ্বিতীয় জামাত পরিচালনা করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
তৃতীয় জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, চতুর্থ জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ড. মুশতাক আহমেদ।
পঞ্চম ও শেষ জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ।
যদি কোনো ইমাম তাদের নির্ধারিত জামাত পরিচালনা করতে না পারেন, তাহলে জামাতটি পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা মো. জাকির হোসেন।