Bangla
2 days ago

বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক

Published :

Updated :

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ১৯৯০ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে কমিশনপ্রাপ্ত হন। দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২,৯০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন এবং ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে খ্যাতি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে একাধিক স্কোয়াড্রনের কমান্ড, ঘাঁটি ও বিমান সদর দপ্তরের পরিচালকের দায়িত্ব এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট পদ। তিনি দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও উচ্চতর সামরিক শিক্ষা গ্রহণ করেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিআর কঙ্গোতে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাহসিকতা ও পেশাগত অবদানের জন্য পেয়েছেন ‘বিএসপি’ ও ‘জিইউপি’ পদক।

Share this news