Bangla
2 days ago

বেনাপোল দিয়ে রোববার আমদানি-রপ্তানি বন্ধ

Published :

Updated :

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী রোববার (১১ মে) বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, সরকারি ছুটির কারণে রোববার বন্দর দিয়ে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে সোমবার (১২ মে) সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ বলেন, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে।

এছাড়া বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে খালাস শেষ করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। 

Share this news