Bangla
2 days ago

বেসরকারি স্কুল-কলেজে সহকারী শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

Published :

Updated :

বেসরকারি স্কুল ও কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগে আর নারী কোটা থাকবে না।

আজ বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে নারী কোটা কার্যকর থাকবে না।

তবে, ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং ‘শরীরচর্চা শিক্ষক’ পদে নিয়োগের ক্ষেত্রে ২০২১ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আগের মতোই বহাল থাকবে। এ সিদ্ধান্ত ১৫ মে থেকে কার্যকর হয়েছে।

এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ, শিক্ষা বোর্ড, শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এ বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এরপর মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি চাকরির মতো ৭ শতাংশ কোটা বেসরকারি শিক্ষক নিয়োগেও বহাল রাখা হবে।

বর্তমানে বিদ্যমান ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বরাদ্দ রয়েছে। 

 

Share this news