Published :
Updated :
প্রায় ১১ বছরের সংসার ভেঙে ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল জনপ্রিয় তারকা জুটি তাহসান ও মিথিলার। সেই বিচ্ছেদের সময়কার মানসিক সংগ্রামের কথা এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।
সম্প্রতি এক পডকাস্টে মিথিলা বলেন, “২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না।"
২০১৭ সালে এসে বুঝতে পারেন এই সম্পর্কটা আর কাজ করবে না বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি ছিলাম অনেক অল্প বয়সী, একটা এক বছরের বাচ্চা ছিল। আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।”
তিনি আরও বলেন, “বিয়ের পরেও আমি পড়াশোনা, চাকরি চালিয়ে গেছি। তবে তখন আমি এতটা স্বাধীন ছিলাম না যে একা বাচ্চা মানুষ করতে পারি।”
২০০৬ সালের ৩ আগস্ট ভালোবাসা থেকে শুরু হয়েছিল তাহসান ও মিথিলার দাম্পত্য জীবন। তাদের একমাত্র কন্যা আইরা। বিচ্ছেদের আগ পর্যন্ত একসঙ্গে অভিনয় ও সংগীতে কাজ করে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।