Bangla
2 days ago

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলমান শিক্ষার্থীদেরও অন্য প্রতিষ্ঠানে যেতে হবে, নইলে তারা অভিবাসনের বৈধতা হারাবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট ভিসা সার্টিফিকেশন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করেছে।

হার্ভার্ড এ সিদ্ধান্তকে অবৈধ ও প্রতিশোধমূলক বলছে। তবে সিদ্ধান্ত প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়কে ৭২ ঘণ্টার মধ্যে সহিংস ঘটনার প্রমাণসহ তথ্য দিতে বলা হয়েছে। বর্তমানে হার্ভার্ডে প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষার্থী রয়েছে।

Share this news