Bangla
2 days ago

বিডিআর বিদ্রোহ মামলায় ৪০ আসামির জামিন মঞ্জুর

Published :

Updated :

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে ঘটে যাওয়া বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা ৪০ জন বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১২ মে) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোড়হান উদ্দিন জানান, আসামিদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন। জামিন আবেদনের পর, আসামিদের নথিপত্র যাচাই করে আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন, তবে বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

জামিন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, মিজানুর রহমান, কৌতুক কুমার সরকার, মো. সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম এবং আল আমিন।

এটি ছিল ২০১০ সালে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার ধারাবাহিক বিচারকাজের অংশ। এর আগে, ১৯ জানুয়ারি, একই আদালত ১৭৮ জন বিডিআর জওয়ানকে জামিন দিয়েছিল, এবং ২৩ জানুয়ারি তাদের কারামুক্তি হয়।

Share this news