Published :
Updated :
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের সংক্রান্ত তথ্য চেয়েছে। এ বিষয়ে পিডিবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
পিডিবি চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আত্মীয়স্বজনকে সুবিধা দিয়ে প্রকল্প অনুমোদন, সরকারি জমি দখল এবং ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য এসব তথ্য প্রয়োজন।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ব্যয় হয়েছে ২ হাজার ৮৩০ কোটি ডলার, যা প্রায় পৌনে ৪ লাখ কোটি টাকার সমান। এর মধ্যে ‘ক্যাপাসিটি চার্জ’-এর নামে প্রায় ১ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ও শুল্ক মওকুফের সুযোগ নিয়ে প্রায় ৪০ কোটি ডলার ফাঁকি দেওয়া হয়েছে বলেও তদন্ত করছে দুদক।