Published :
Updated :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী (৩০ মে) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে একটি যৌথ সভার আয়োজন করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সভায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন।
এই যৌথ সভায় আরও উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবরা। সভা শেষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হবে।