Bangla
8 days ago

বিএনপির নামে অপপ্রচারে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে: রিজভী

Published :

Updated :

প্রশাসনের অকার্যকর অবস্থার কারণে ‘মব কালচারের’ বিস্তার ঘটছে এবং সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীন আচরণের ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপির পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান বারবার জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।

রিজভী আরও বলেন, বিএনপির নামে অপপ্রচার চালিয়ে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে।

Share this news