Published :
Updated :
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জনকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার (২১ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে। আটকদের মধ্যে ৬ নারী, ২ পুরুষ ও ১৩ শিশু রয়েছেন।
বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে এবং প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই গুজরাটে দীর্ঘদিন বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় নিয়ে যায়, এরপর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বিজিবি জানিয়েছে, পুশইনের ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে আটককৃতরা বিজিবির হেফাজতে রয়েছে।