Published :
Updated :
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ মে মধ্যরাত থেকে স্থানীয়দের সহায়তায় বিজিবি এই কার্যক্রম শুরু করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ৭৫০ জন ভারতীয় নাগরিককে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে বাংলাদেশে 'পুশ-ইন' করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি তৎপর হয় এবং স্থানীয়দের সহযোগিতায় এই অনুপ্রবেশ প্রতিহত করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, "সীমান্তে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে আছে, যেন কেউ মাদকসহ কোনো অবৈধ জিনিসপত্র পাচার করতে না পারে।"
তিনি আরও বলেন, বিএসএফ আগরতলা সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের জড়ো করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। একই সঙ্গে স্থানীয়রা লাউডহেলারের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করে এবং লাঠি হাতে সীমান্তে জড়ো হয়।
বিজিবি ও স্থানীয়দের এই সম্মিলিত প্রচেষ্টায় ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার চেষ্টা ব্যর্থ হয় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।