Bangla
2 days ago

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর স্থগিত করলেন প্রেসিডেন্ট প্রাবোয়ো

Published :

Updated :

ইন্দোনেশিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বাড়ছে। রাজধানী জাকার্তার সীমানা পেরিয়ে প্রান্তিক প্রদেশের শহরগুলোতেও এই সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো চীন সফর বাতিল করেছেন।

সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে জাকার্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দ্রুত অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে। তবে শুরু থেকেই কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর কঠোর কঠোর হস্তক্ষেপ চালিয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাকার্তায় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালানোর ঘটনায় এক তরুণ নিহত হন এবং ৫০ জনের বেশি আহত হন। এই ঘটনার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

পরের দিন শুক্রবার (২৯ আগস্ট) দক্ষিণ সুলাওয়েসির মাকাসার প্রদেশীয় সংসদ ভবনে আগুন লাগিয়ে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনার ফলে কমপক্ষে তিনজন নিহত হন এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

এই বিক্ষোভকে প্রাবোয়োর এক বছরের মেয়াদে সরকারের প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থা উপলক্ষে চীনে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট প্রাবোয়ো।

শনিবার (৩১ আগস্ট) তার মুখপাত্র প্রসেতিও হাদি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট সরাসরি ইন্দোনেশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং সমস্যার সর্বোত্তম সমাধান খুঁজছেন। তাই তিনি চীন সরকারের কাছে ক্ষমা চেয়েছেন যে তিনি আমন্ত্রণে অংশ নিতে পারবেন না।’ 

Share this news