Bangla
2 days ago

বিলম্ব না করে রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো জরুরি: ডা. তাহের

Published :

Updated :

আগামী জাতীয় সংসদ নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে—এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (১৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতার উদাহরণ টেনে তিনি বলেন, নির্বাচন এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই মাঠ দখলের প্রবণতা শুরু হয়েছে। পাবনাসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

ডা. তাহের আরও বলেন, নির্বাচন কমিশনের কিছু কর্মকাণ্ড প্রশ্নের মুখে পড়েছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নির্বাচনের নির্দিষ্ট সময়সূচির অভাবেও অস্থিরতা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বিলম্ব না করে রাজনৈতিক সংস্কার নিয়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো জরুরি।

এটি ছিল সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও ঐকমত্য কমিশনের মধ্যে তৃতীয় দফার বৈঠক। জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন এবং নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

বৈঠকের শুরুতে কমিশনের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক আলী রিয়াজ, এবং এ সময় অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

Share this news