বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের নিয়োগপত্র প্রদান

Published :
Updated :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় গত বৃহস্পতিবার (৮ মে) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টকে নিয়োগপত্র প্রদান করা হয়।
আজ সোমবার এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৪ হাজার প্রার্থী এই পদে আবেদন করেন। লিখিত পরীক্ষায় মোট ১ হাজার ৯৩০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ৩৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এছাড়া ১২২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই পেশায় যারা এসেছেন, তাদের প্রধান উদ্দেশ্যই হবে সকল সম্মানিত যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দেন।”
তিনি তার বক্তব্যে নতুন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টদের তৃতীয় টার্মিনালে সেবা প্রদানের ক্ষেত্রে উন্নত যাত্রীসেবা প্রদানের জন্য আহ্বান জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালে সম্মানিত যাত্রীদের অধিকতর সেবা প্রদানের জন্য ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ক্রয় করেছে। এছাড়া আরও ৫০০ কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিমান ইতোমধ্যে বিমানের বিভিন্ন শাখায় ৩০৪ জন নতুন লোকবল নিয়োগ দিয়েছে এবং আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.