Bangla
2 days ago

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিডার মতবিনিময়

Published :

Updated :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বিডা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অংশগ্রহণের জন্য ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মতবিনিময় সভায় অংশ নেয়।

জানা গেছে, সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান  দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তাদের মতামত ও পরামর্শ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে ভাগ করে নেন।

Share this news