Bangla
5 months ago

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 'হার্ডলাইনে' যাবে সরকার

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে সিন্ডিকেটের মূলহোতাদের: উপদেষ্টা আসিফ

Published :

Updated :

For all latest news, follow The Financial Express Google News channel.

দ্রব্যমূল্যের দাম বাড়ানোতে ভুমিকা রাখা সিন্ডিকেটের মূলহোতাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

বিগত হাসিনা সরকার করপোরেটদের সাথে যোগাযোগ রাখার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনকে দুর্বল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এটাকে এত দুর্বল করা হয়েছে যে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রতিবেদন আসে যে অভিযান হলো সেখানে ৩ হাজার টাকা, ৫ হাজার টাকা জরিমানা করা হলো। এটাতো ইফেক্টিভ না।" 

সরকার এ বিষয়ে 'হার্ডলাইনে' না গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, "যারা একদম মূলহোতা আছে বিভিন্ন সিন্ডিকেটের, প্রয়োজনে করপোরেটের যেসব কোম্পানিগুলো এটা করছে ইচ্ছাকৃতভাবে, আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, আমরা তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করব।" 
 
দ্রব্যমূল্যের সাথে অনেক বিষয় জড়িত উল্লেখ করে উপদেষ্টা বলেন, "বন্যায় অনেক ফসল নষ্ট হয়ে গেছে, যে কারণে শাক-সবজির দাম বেশি। জোগান ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। কিন্তু অন্যান্য পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব আছে।" 

এ সিন্ডিকেট ভাঙতে তারা কাজ করছেন বলেও জানান তিনি। 

Share this news