Bangla
2 days ago

বিসিবিতে আবারও দুদকের অভিযান

Published :

Updated :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ক্রিকেটে টিকিট বিক্রিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ শনিবার দুপুর ১টার দিকে চার সদস্যের একটি দল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়। তবে এবার ঠিক কী কারণে অভিযান, তা এখনও জানা যায়নি।

এর আগে গত ১৫ এপ্রিলও দুদক বিসিবিতে অভিযান চালিয়েছিল। তখন তারা জানায়, মুজিববর্ষ উপলক্ষে ১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও বিসিবি ২৫ কোটি টাকা খরচ দেখিয়েছে। কিন্তু তারা মাত্র ৭ কোটি টাকার কাগজপত্র দেখাতে পেরেছে এবং আরও ২ কোটি টাকার খরচের মৌখিক ব্যাখ্যা দিয়েছে। ফলে প্রায় ১৬ কোটি টাকার হিসাব নেই বলে সন্দেহ করা হচ্ছে।

তৃতীয় বিভাগ ক্রিকেটে অস্বাভাবিকভাবে দলের সংখ্যা বাড়ানো ও বিপিএলের টিকিট বিক্রি নিয়েও তদন্ত চলছে। আগে ৮টি আসরে টিকিট বিক্রি থেকে ১৫ কোটি টাকা আয় হলেও, শুধু একাদশ আসরেই আয় দেখানো হয়েছে ১৩ কোটি টাকা—যা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। 

Share this news