Published :
Updated :
রোববার (১১ মে) দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ঝড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দুপুর থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন স্থানে শিশু ও কৃষকসহ এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক (৩৫), শেখ সেলিম মিয়া (৬০), জামির খাঁ (২২) এবং শিশু জাকিয়া (৭)।
কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জে বজ্রপাতে ৪ জন মারা যান। পরিচিতদের মধ্যে আছেন ফারুক মিয়া (৬০), ফয়সাল মিয়া (২৮) এবং কবির মিয়া (২৫)।
শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষিশ্রমিক খবির উদ্দীন (৪৫)। আহত হয়েছেন আরও একজন।
ময়মনসিংহ সদরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সজীব মিয়া (২৫) ও সুরুজ মিয়া (৭০) নিহত হন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নওগাঁর মান্দায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে বজ্রপাত ও ঝড়ে একদিনেই ১৪ জনের প্রাণহানি ঘটে।