Bangla
a day ago

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত ৮  কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পড়েছেন ওই সড়কে চলাচলরত যাত্রীরা।

আজ রোববার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় প্রতীক গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক এই অবরোধ করেন। 

শ্রমিকরা বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা সমাধানের চেষ্টা করছি।

Share this news