Bangla
2 days ago

বনানীতে বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

Published :

Updated :

আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। বাপ্পা জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ইন্টারকমে আগুনের খবর পেয়ে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় ঢেকে যায়, কিছুই দেখা যাচ্ছিল না। আগুনের তাপে মুখেও আঁচ লেগেছিল। পরিবারসহ কিছুক্ষণ বারান্দায় অবস্থান করছিলেন, কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

এই অবস্থায় কাছেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করেন বাপ্পা। পরে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই মেয়েকে নিয়ে নিরাপদে ভবন থেকে বের হয়ে আসেন।

একটি পোস্টে বাপ্পা মজুমদার লেখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ভয়াবহ ঘটনা থেকে সৃষ্টিকর্তার দয়ায় বেঁচে গেছি। সবাই ভালো আছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি অসীম কৃতজ্ঞতা, তারা দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এ এক ভয়াবহ অভিজ্ঞতা, এখনো মনে করলে শিউরে উঠছি।’

Share this news