Bangla
2 days ago

বনানীতে ট্রেনের ধাক্কায় গার্মেন্টস কর্মী নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

ঢাকার বনানীতে রেললাইন পারাপারের সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় আনিস মিয়া (২৫) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিস শেরপুর জেলার তিরশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি বনানীর শিখা গার্মেন্টসে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন এবং মগবাজারের ওয়ারলেসগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আনিসের ভাই আশিক জানান, দুপুরে খাবারের জন্য বেরিয়ে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আনিস।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

Share this news